Uncategorized

দূর থেকে কাউকে হাসিখুশি দেখলেই আমরা ধারণা করে নেই মানুষটা সুখী!

দূর থেকে কাউকে হাসিখুশি দেখলেই আমরা ধারণা করে নেই মানুষটা সুখী! প্রকৃতপক্ষে হাসিখুশি থাকা মানুষগুলোর ভেতরটা’ই সবচেয়ে বেশি ভাঙাচোরা থাকে। তবু তারা হাসে! নিজেকে পরিপাটি দেখাতে, নিজে’ই নিজের সাহস যোগাতে। দুনিয়ার এই রঙ্গমঞ্চ টিকে থাকতে মানুষ জীবনের শেষ অব্দি নাটক করে যায়। যতটা রঙচং মেখে ভালো আছি প্রকাশ করা যায় মানুষ ততটাই দেখে! শুধু মানুষ দেখে না ভেতরের লুকিয়ে রাখা অ/ন্ধকার, মানুষ শুনে না চাপা কান্নার হাহাকার। এই হাহাকার যে মানুষকে ভেতরে ভেতরে মেরে ফেলে তবু এই মরণ মানুষ দেখে না, “দেহের ম/রণে সবাই কাঁদে মনের ম/রণে কেউ কাঁদে না’।

Tawhid Shafayet

𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐚𝐥𝐢𝐤𝐨𝐦 Welcome to my profile

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

You cannot copy content of this page